নামায ভঙ্গের কারণ ১৯টি

 


নামায ভঙ্গের কারণ ১৯টি 

১.  নামাযে অশুদ্ধ পড়া। 
২.  নামাযের ভিতর কথা বলা। 
৩.  কোন লোককে সালাম দেওয়া। 
৪.  সালামের উত্তর দেওয়া। 
৫.  উহঃ আহঃ শব্দ করা। 
৬.  বিনা উযরে কাশি দেওয়া। 
৭.  আমলে কাছীর করা। 
৮.  বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা। 
৯.  তিন তাসবীহ পরিমাণ সময় সতর খুলিয়া থাকা। 
১০. মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা নেওয়া। 
১১. সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। 
১২. নাপাক জায়গায় সিজদা করা। 
১৩. ক্বিবলার দিক হইতে সীনা ঘুরিয়া যাওয়া। 
১৪. নামাযে কুরআন শরীফ দেখিয়া পড়া। 
১৫. নামাযে শব্দ করিয়া হাসা। 
১৬. নামাযে দুনিয়াবী কোন কিছুর প্রার্থনা করা। 
১৭. হাচির উত্তর দেওয়া (জওয়াবে “ইয়ারহামুকাল্লাহ” বলা)। 
১৮. নামাযে খাওয়া ও পান করা। 
১৯. ইমামের আগে মুক্তাদি দাড়ানো বা খাড়া হওয়া।

No comments

Powered by Blogger.