মোবাইল দিয়ে কিভাবে গ্রাফিক্স ডিজাইন করবেন? | মুহাঃ আবুবকর ছিদ্দিক
আসসালামুয়ালাইকুম, কন্টেন্ট তৈরি করতে আমাদেরকে সব সময় ইন্টারনেট থেকে ইমেজ বা পিকচার ডাউনলোড করতে হয়। কিন্তু সেই ইমেজ বা পিকচার অনেক সময় আমরা আমাদের চাহিদা মত খুঁজে পাইনা। আবার খুঁজে পেলেও ইমেজে ভালো একটা টাইটেল যুক্ত করতে হলে আমাদেরকে ফটোশপ বা ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে সেটিকে এডিট করতে হয়। যাদের অনেক সময় সাপেক্ষ বিষয়। যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা কম তাদের জন্য তো আরো অনেক বিপদ। অনেক ভালো একটি কনটেন্ট তৈরি করার পরেও একটা সুন্দর কাভার পিকচার এর অভাবে পুরো কনটেন্টই সৌন্দর্য হারায়।
তাই আজ
আমি দেখাবো কিভাবে আপনার এন্ড্রয়েড ফোন ব্যবহার করে একটি ভালো কাভার পিকচার এডিট
করবেন। আমি দুইটি মোবাইল এপ্স এর ব্যবহার দেখাবো। এই দুইটি দিয়ে আপনি পাওয়ারপয়েন্ট
প্রেজেন্টেশন, ফেসবুক
প্রোফাইল পিকচার, ফেসবুক
কাভার পিকচার, ইউটিউব
থাম্বনেইল ইত্যাদি প্রায় প্রয়োজনীয় সকল কিছুই এডিট করতে পারবেন।
ভিডিও
ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।
No comments