সারাবিশ্বে ২২.৫ কোটি পাসওয়ার্ড হ্যাকিং এর শিকার, আপনি নিরাপদ? চেক করুন

২২.৫ কোটি পাসওয়ার্ড হ্যাকিং এর শিকার
২২.৫ কোটি পাসওয়ার্ড হ্যাকিং এর শিকার


সারাবিশ্বে সাড়ে ২২ কোটি পাসওয়ার্ড হ্যাকিং এর শিকার, আপনারটা চুরি হলো কিনা চেক করুন।

সারাবিশ্বে নেটিজেনদের সাড়ে ২২ কোটি পাসওয়ার্ড চুরি করেছে হ্যাকার গ্রুপ। এমনই একটি ভয়ঙ্কর তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।

ন্যাশনাল ক্রাইম এজেন্সি এর তথ্যমতে এ পাসওয়ার্ডগুলো হ্যাকাররা ক্লাউড স্টোরেজ থেকে চুরি করেছে। খুশির বিষয় হলো সেগুলো উদ্ধার করা হয়েছে কিন্তু হ্যাকাররা সেগুলোর কপি রেখে দিয়েছে এমন সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না।

উদ্ধার হওয়া পাসওয়ার্ডগুলো বর্তমানে have I been pwned নামক ডাটাবেজে রক্ষিত আছে।

Have I been pwned একটি ওয়েবসাইট। যে ওয়েবসাইটে আপনি আপনার বা অন্য কারো ইমেইল এড্রেস অথবা মোবাইল নাম্বার ইনপুট করার সাথে সাথে বুঝতে পারবেন আপনার আইডি চুরি হলো কিনা।

Have I been pwned এর সার্ভারে বর্তমানে প্রায় ৬১.৩ কোটি চুরি হওয়া ইমেইল আইডি রক্ষিত আছে। 

প্রযুক্তির এই যুগে কোন সিকিউরিটি সিস্টেম 100% নিরাপদ নয়। এন সি এর তদন্ত থেকে জানা গেছে প্রচুর ইমেইল আইডি এবং পাসওয়ার্ড চুরি হয়েছিল। কিন্তু সেগুলো কোন ক্লাউড স্টোরেজ থেকে চুরি হয়েছিল সে তথ্য জানা যায়নি। 

আপনি নিরাপদ কিনা কিভাবে পরীক্ষা করবেন?

Have I been pwned এর ওয়েবসাইটে লগইন করার দরকার নেই। ওয়েব সাইটটি ভিজিট করে সেখানে আপনার ইমেইল এড্রেস অথবা মোবাইল নাম্বার দিয়ে চেক করুন। সাথে সাথে স্ক্রিনে তথ্য চলে আসবে আপনার আইডি হ্যাকিং এর শিকার কিনা। যদি শিকার হয়ে থাকেন তাহলে দ্রুত আপনার আইডির সিকিউরিটি তথ্যগুলো আপডেট করে নিন। 

১) পাসওয়ার্ড চেঞ্জ করুন

২) রিকভার ইমেইল এড্রেস এবং মোবাইল নাম্বার চেক করে নিন।

৩) কতগুলো ডিভাইসে লগিং আছে তা চেক করে নিন। 

৪) অপরিচিত ডিভাইসগুলো থেকে লগ আউট করে দিন।

না বুঝে আসলে বা কোন প্রশ্ন থাকলে নিচে ফেইসবুক এর কমেন্ট বক্সে কমেন্ট করুন।


No comments

Powered by Blogger.