ব্লগার সাইটে কিভাবে সোলাইমানলিপি (SolaimanLipi) ফন্ট ইনষ্টল করবেন?
ব্লগার সাইটে সোলাইমানলিপি ফন্ট ইনষ্টল করুন |
১। আপনার blogger এ লগিন করে Theme থেকে Custom এ গিয়ে Backup নিয়ে নিবেন।
২। এরপর আপনার কম্পিউটারের যে কোন যায়গায় একটা Word ফাইল ওপেন করবেন।
৩। এরপর Theme থেকে Custom এ গিয়ে Edit html এ যাবেন।
৪। এরপর Edit html এ গিয়ে ctrl+a চেপে সবগুলো html code কপি করে (২ নং ধাপে) তৈরী করাword ফাইলে Paste করবেন।
৫। এখন ctrl+F চেপে fonts.googleapis.com লিখাটা খুঁজে বের করুন। এবং এই লিংক সহ পুরো html ট্যাগটি কপি করে একটি নোটপ্যাডে রেখে দিন।
৫ নং ধাপ এর চিত্র |
৬। সেই গুগল ফন্ট লিংকের উপরে এইcode টা paste করুন। <link href='https://fonts.maateen.me/solaiman-lipi/font.css' rel='stylesheet'/>
৬ নং ধাপ এর চিত্র |
৮। এখন <body এর নিচে এই কোডটা পেষ্ট করুন <style>
@import url('https://fonts.maateen.me/solaiman-lipi/font.css');
</style>
৮ নং ধাপ এর চিত্র |
৯। এখন দেখুন এই সব কোড গুলোর মধ্যে কতগুলো ফন্ট আছে সেগুলো খুঁজে বের করুন।
১০। এখন ctrl+H চেপে Find and replace ডায়ালগ বক্স আসলে উপরের Find বক্সে সেই ফন্ট এর নাম লিখুন আর নিচের replace বক্সে লিখুন SolaimanLipi
১১। এত হাজার হাজার কোডের মধ্যে কিভাবে বুঝবেন কোনটা ফন্ট এর নাম? তা জানার জন্যctrl+F এ ফাইন্ড বের করে লিখুন family
১২। চিত্রে দেখুন family এর পর Oswald দেখা যাচ্ছে। এটা একটা ফন্ট এর নাম।
১২ নং ধাপ এর চিত্র |
১৩। এখন SolaimanLipi দিয়ে Oswald এটাকে Find and replace করুন।
১৩ নং ধাপ এর চিত্র |
১৫। এখন ctrl+aচেপে পুরো কোড টা কপি করে আবার Theme থেকে Custom এ গিয়ে Edit html এ গিয়ে চেপে সব গুলো কোড সিলেক্ট করে কপি করা কোড গুলো পেষ্ট করুন।
১৬। সেভ করে বের হয়ে আসুন।
(সতর্কতাঃ প্রতিটি ধাপ করার পর একবার করে সেভ করে টেমপ্লেট ব্যাকাপ নিয়ে সাইট রিলোড করে দেখবেন সাইটে কোন অপ্রত্যাশিত পরিবর্তন হল কিনা? তাহলে আগের অবস্থায় ফিরে যেতে আগের ধাপে কপি করা টেমপ্লেটটি রিস্টোর করে দিন।)
না বুঝলে এখানে ক্লিক করে আমাকে হোয়াটসএপেমেসেজ দিন।
No comments