মাত্র এক মিনিটে যেসব আমল করতে পারেন।
১) সূরা ফাতিহা দ্রুতগতিতে মনে মনে তিন বার পড়তে পারেন।
২) সূরা ইখলাস ১ মিনিটে তিনবার করতে পারেন।
ফজিলত: ৩ বার সূরা ইখলাস পাঠ করলে একবার পুরো কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়।
৩) এ দোয়াটি ১ মিনিটে কয়েক বার করতে পারেন
لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير
(উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির)
ফজিলত: এই দোয়াটি পড়লে ইসমাইল আ এর বংশের আট জন দাসকে আল্লাহর ওয়াস্তে মুক্ত করার সওয়াব পাওয়া যায়।
৪) এই দোয়াটি ১০০ বার পড়তে পারেন
سبحان الله وبحمده
উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
ফজিলত: যে ব্যক্তি একদিনে এই দোয়াটি একশতবার পরে তার সকল সগিরা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।
৫) এই দোয়াটি ৫০ বার পড়তে পারেন
سبحان الله وبحمده سبحان الله العظيم
উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম.
ফজিলত: এই দুটি বাক্য পড়তে সহজ, আমল এর পাল্লা অনেক ভারী এবং আল্লাহর কাছে অতি প্রিয়।
(বুখারী ও মুসলিম)
৬) কয়েকবার পড়ুন
لا حول ولا قوه الا بالله
উচ্চারণ: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
ফজিলত: এ জিকিরের দ্বারা কষ্টসাধ্য দায়িত্ব বহন এবং কঠিন কাজ আঞ্জাম দেওয়া সহজ হয়।
৭) এই কালিমা অনেকবার পড়তে পারেন
لا اله الا الله
ফজিলত: একটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহীদের বাণী।
যার শেষ কথা এই কালিমা হবে সে জান্নাতে প্রবেশ করবে।
৮) একশত বারের বেশি ইস্তিগফার পড়তে পারেন,
استغفر الله،
ফজিলত: ইস্তেগফার করা ক্ষমা প্রাপ্তি ও জান্নাতে প্রবেশের উপায়।
৯) এই দুরুদ টি অন্তত ৫০ বার করতে পারেন
صَلَّى ٱللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ
উচ্চারণ: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ফজিলত: দুরুদের অনেক ফজিলত রয়েছে, একটি ফজিলত হলো কেউ একবার দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা ১০ বার এর প্রতিদান দেন।
১০) এক মিনিটে টেলিফোনে আত্মীয়দের খবর নিতে পারেন. তাহলে বিশ্বনবীর একটি সুন্নতের উপর আমল করা হয়ে যাবে।
No comments